ইস্টবেঙ্গলের নজরে আনোয়ার ও শুভাশিস

আইএসএলের শুরুটা ভালো হয়নি এসসি ইস্টবেঙ্গলের। অভিযান শুরুর প্রথম তিন ম্যাচ হেরে ধুঁকছিল ফাওলারের দল। তারপরই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল লাল-হলুদ শিবির। ৭ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে লিগের দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। বছরের শেষ দুই দিন আগে ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল দলে প্রবেশ করেছেন অঙ্কিত মুখোপাধ্যায়। বছরের প্রথম দিনেই দলে সই করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট। এবার এসসি ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন আইএসএল জয়ী গোলকিপার শুভাশিস রায় চৌধুরি ও তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি।
হৃদজনিত সমস্যার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা আনোয়ার আলি। প্রথমে তাঁকে খেলার নির্দেশ দেয়নি এআইএফএফ। আনোয়ার বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টে গেলে, তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়। পরে তাঁর খেলা নিয়ে কোন অসঙ্গতি জানায়নি এআইএফএফ। তাই তাঁকে দলে নিতে কোন সমস্যা নেই এসসি ইস্টবেঙ্গলের। 
অন্যদিকে গোলকিপার শুভাশিস রায় চৌধুরিকেও ট্রান্সফার পদ্ধতির মাধ্যেমে নিতে পারে ইস্টবেঙ্গল। তিনি চলতি মরশুমের আইএসএলে নর্থ ইস্টের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। তারপর থেকে তাঁকে রিজার্ভেই  রাখা হয়েছে।তিনি আইএসএলের প্রথম মরশুমে এটিকের হয়ে খেলেছিলেন। 

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post