চিনের উহানে করোনাভাইরাসের উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু-র প্রতিনিধিদলের ২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবারই হু-র ১৩ জনের দল উহানে পৌঁছে গিয়েছেন। আক্রান্ত ২ জন সিঙ্গাপুর থেকে বিমানে ওঠেননি। ১৩ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই দলে রয়েছেন। ২ সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার সময়েই তাঁরা কাজ শুরু করে দেবেন।
বাকিদের করোনা নেগেটিভ রিপোর্ট এলেও দুই জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের সিঙ্গাপুর থেকে চিনের বিমানে উঠতে দেওয়া হয়নি। চিনের বিদেশমন্ত্রী বলেছেন, অতিমারির নিয়মকানুন কঠোরভাবে মানা হচ্ছে। এই টিমকে সর্বতোভাবে সহযোগিতা করবে চিন। এদিন বিমানবন্দর থেকে কর্ডন করে বাসে চড়িয়ে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হু-র টিমকে। উল্লেখ্য, এমাসের গোড়াতেই এই টিমের উহানে যাওয়ার কথা ছিল। বিশ্ব স্বাস্থ্যসংস্থা এর কড়া নিন্দাও করেছিল।
Post a Comment
Thank You for your important feedback