কু-মন্তব্য, বাবুলকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সম্পর্কে কু মন্তব্যের জন্যই তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মারফত। তৃণমূল যুব-র রাজ্য সভাপতি অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু এই নোটিশে অভিযোগ করেছেন, আদালত অবমাননা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

চিঠিতে আরও বলা হয়েছে, ২০১৭ সালের ৩০ নভেম্বর আসানসোলে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিষেককে কয়লা মাফিয়া বলে আক্রমণ করেছিলেন। এমনকি চোরাচালানের সঙ্গেও যুক্ত বলেছিলেন। এতে অভিষেকের মানহানি হয়েছে বলেও দাবি করেছেন তাঁর আইনজীবী। এরপর বহুবার একই অভিষেকের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ। শেষবার ৩১ ডিসেম্বর একটি সাংবাদিক বৈঠকেও বাবুল সুপ্রিয় একই মন্তব্য করেছেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। অভিষেকের আইনজীবীর বক্তব্য, অবিলম্বে বাবুল সুপ্রিয় ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন তৃণমূল যুব সভাপতি তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post