আলাপিনী মহিলা সমিতির ঘরদখলের অভিযোগ, প্রতিবাদে পদযাত্রা

বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে ঘর ফেরতের দাবিতে পথে নামলেন আলাপিনী মহিলা সমিতি। শুক্রবার সকালে সমিতি সদস্যারা অমর্ত্য সেনের বাড়ির সামনে থেকে একটি পদযাত্রা করেন। গানের মাধ্যমে শান্তিনিকেতন চত্বরে প্রতিবাদ করেন তাঁরা। পরে নিজেদের অভিযোগ ও দাবি জানিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে লেখা একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য যান। তবে রেজিস্টার না থাকায় তাঁর পিএ-এর হাতে সেটি জমা দিয়েছেন সমিতির প্রতিনিধিরা। 

আলাপিনী মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মৃণালিনী আনন্দ পাঠশালার প্রয়োজনে বিশ্বভারতীর পক্ষ থেকে সমিতির ঘরটি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে তার পরিবর্তে একটি ঘর দেওয়ার কথা ছিল তাঁদের। যদিও সেই ঘরের চাবি বিশ্বভারতীর কাছেই থাকবে। প্রয়োজনে ওই চাবি তাঁরা নিয়ে আবার তা জমা করে দেবেন বিশ্বভারতীকে। কিন্তু ওই ঘরটি বর্তমান সদস্যারা ছাড়তে চাননি। তাই বিশ্বভারতী ওই ঘরটির দখল নিয়েছে বলেই দাবি করেন তাঁরা। 

উল্লেখ্য, ১৯১৬ সালে আলাপনী মহিলা সমিতি প্রতিষ্ঠা হয়েছিল। আশ্রমের কল্যাণে মহিলা সদস্যরা তাঁদের স্বউদ্যোগে দুঃস্থ ছাত্রদের দায়িত্ব নিতেন। বর্তমানে সমিতি তা পালন করছে না বলেই দাবি করা হয়েছে। বিশ্বভারতীর কর্মী পরিষদের এই অপপ্রচারের বিরুদ্ধেও তাঁদের এই পদযাত্রা বলে জানান আলাপিনী মহিলা সমিতি।         


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post