আজ ভারতের সর্বকালের শ্ৰেষ্ঠ অলরাউন্ডার কপিল দেব ৬২ তে পা দিলেন। আজ তাঁর কাছে বহু অভিনন্দন এসেছে, শরীরের দিকে নজর দেওয়ার এসেছে উপদেশ কারণ কিছুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কপিল শ্ৰেষ্ঠ অলরাউন্ডার হলেও তাঁর নেতৃত্ব আহামরি কিছু ছিল না কিন্তু তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করতেন এবং অতি সাধারণ দল নিয়ে ১৯৮৩ তে বিশ্বকাপ জয় করেছিলেন।
তাঁর বিশ্বকাপ জয় নিয়ে অনেক গল্প আছে, যার অন্যতম একদা ওপেনার শ্রীকান্তের কাছ থেকে শোনা। ভারত ফাইনালে পৌঁছেছে। খেলতে নামার আগে তখন কোচের উপদেশ বলে কিছু ছিল না কারণ কোচ নামক কেউ ছিলেন না কিন্তু অধিনায়ক কিছু বলতেন হয়তো। কপিল নামার আগে বললেন, চলো কিছু করি। ব্যাস আর কিছু নয়। এরপর ভারত ১৮৩ রানে সবাই আউট হওয়ার পরও কোনও প্রতিক্রিয়া নেই কপিলের। কিন্তু ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পরপর দুই উইকেট পড়ার পর রিচার্ডস প্রচন্ড মেরে খেলতে খেলতে দলকে টেনে তুলছিলেন, হঠাৎই মদনলালের বলে একটি ক্যাচ তুললেন ভিভ। শ্রীকান্ত বলছেন,ওই ক্যাচ ধরা ছিল অসম্ভব কিন্তু কপিল অনেকটা দৌড়ে গিয়ে অসম্ভবকে সম্ভব করে ক্যাচ ধরলেন। এরপরই নাটকীয় ভাবে কপিল দলের সবাইকে ডেকে বললেন, ওহে আমরাও ম্যাচ জিততে পারি, চ্যাম্পিয়ন হতে পারি। তারপর তো ইতিহাস।
Post a Comment
Thank You for your important feedback