সোমবার গোয়ায় মুখোমুখি হতে চলেছে চলতি আইএসএল লিগ টেবিলের প্রথম দুটি ক্লাব। ফলে সোমবার যে দল জিতবে তাঁরাই পৌঁছে যাবে লিগ শীর্ষে। সোমবার আইএসএলে এক ও দুয়ের লড়াইয়ে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি এবং এটিকে-মোহনবাগান। ৯ ম্যাচে ৭টি জয়, একটি ড্র এবং ১টি হার সহ মুম্বইয়ের পয়েন্ট ২২। অপরদিকে এটিকে-মোহনবাগান ৯ ম্যাচে খেলে জিতেছে ৬টি, ২টি ড্র ও একটি হার সহ ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। এটিকে-মোহনবাগান অবশ্য শেষ পাঁচ ম্যাচ অপরাজিত। এদিনের ম্যাচে দ্বৈরথ হবে চলতি আইএসএলের দুই শীর্ষ গোলদাতার।
মুম্বই সিটি এফসি-র অ্যাডাম লে ফন্দ্রে এবং এটিকে-মোহনবাগানের তারকা রয় কৃষ্ণ দুজনেই করে ফেলেছেন ৬টি করে গোল। আবার দুই স্প্যানিশ কোচ মুম্বইয়ের সের্জিও লোবেরো এবং এটিকে-মোহনবাগানের অ্যান্তেনিয় লোপেজ হাবাসের দ্বৈরথও দেখা যাবে এদিনের ম্যাচে। ম্যাচের আগে ভিডিও সাংবাদিক বৈঠকে হাবাস জানিয়ে দিলেন, জয় ছাড়া আর কিছু নিয়ে ভাবছে না এটিকে-মোহনবাগান। আজ জিতে লিগ শীর্ষে উঠতে মরিয়া দলের ফুটবলাররা। অপরদিকে রয় কৃষ্ণ জানালেন, পরিকল্পনা অনুয়ায়ী খেলতে হবে আমাদের। তাহলেই আসবে জয়।
Post a Comment
Thank You for your important feedback