সুপার সানডেতে লিগ টেবিলের তিন নম্বরে থাকা এফসি গোয়ার
বিরুদ্ধে নামছে দুই নম্বরে থাকা এটিকে-মোহনবাগান। ১১ ম্যাচ খেলে এফসি গোয়ার
১৮ পয়েন্ট। অপরদিকে এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে
হাবাসের দল। অপরদিকে চলতি সপ্তাহের বৃহস্পতিবারই জামশেদপুর এফসিকে ৩-০
গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে জোয়ান ফ্রেরান্ডোর
এফসি গোয়া। তাই আইএসএলের দ্বিতীয় পর্বে এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে
বেশ চিন্তিত স্প্যানিশ কোচ অ্যান্থোনিও লোপেজ হাবাস। প্রথমে পর্বের রয়
কৃষ্ণরা এক গোলের ব্যবধানে জিতলেও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইগর
আঙ্গুলোরা। রবিবার কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এটিকে-মোহনবাগান। যদিও
প্রাক্তন ফুটবলরা এগিয়ে রাখছে এটিকে-মোহনবাগানকেই। গত ম্যাচে মুম্বই সিটির
কাছে ১-০ গোলের হারকে ভুলেই অনুশীলনে নেমেছিলেন হাবাসের ছেলেরা।
মুম্বইয়ের বিরূদ্ধে হারের পর হাবাসের মাঠ সাজানোর নিয়ে অনেকেই প্রশ্ন
তুলেছিলেন। হাবাস স্বীকার করে নিয়েছিলেন, প্রত্যাশা অনুযায়ী তাঁর দল
খেলতে পারেনি। তবে এদিন রয় কৃষ্ণ ও এডু গার্সিয়াকে সামনের সারিতে রেখে
এবং ডিফেন্সে লাইনআপে প্রীতম, প্রবীর ও সন্দেশ ঝিঞ্জানকে নিয়েই এফসি
গোয়ার বিরুদ্ধে ঝাঁপাতে চলেছে এটিকে-মোহনবাগান। ম্যাচের আগেরদিন তিনি
বলেছেন, 'জামশেদপুরকে হারিয়েছে বলেই আমাদের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাবে মনে
করিনা'। দলের কাছে সুখবর চোট সারিয়ে মাঠে ফিরছেন আইরিশ মিডফিল্ডার কার্ল
ম্যাকহিউ।
Post a Comment
Thank You for your important feedback