বুধাবার স্প্যানিস সুপার কাপের সেমিফাইনাল বেশ জমে উঠেছিল। ওই ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল মেসির বার্সেলোনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। ফেলা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও খেলার ফলাফল একই থাকলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়ে দিল বার্সা। যদিও চোটের কারণে এদিনের ম্যাচ খেলতে পারেননি তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি।
ম্যাচের প্রথমার্ধ থেকেই সোসিয়েদাদের গোলমুখে আক্রমণ বাড়ায় বার্সা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই ৩৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ফ্র্যাঙ্কি ডি জঙ।দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল। নির্দিষ্ট সময়ের ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ফলে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ের ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য। ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয় ট্রাইব্রেকারের মাধ্যমে। সেখানেই জয় পায় রোনাল্ড কোম্যানের দল। বৃহস্পতিবার স্প্যানিস সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ।
Post a Comment
Thank You for your important feedback