কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের কমিটি থেকে সরলেন একজন

কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি থেকে সরে দাঁড়ালেন একজন। ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় সভাপতি ভূপিন্দর সিং মান বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, তিনি কৃষকদের স্বার্থে এই কমিটি থেকে সরছেন। নিজে কৃষক হিসেবে এবং ইউনিয়নের নেতা হিসেবে তিনি ইউনিয়নগুলির মনে সন্দেহ ও তাদের আবেগের কথা বিবেচনা করে পাঞ্জাব ও দেশের কৃষকদের জন্য কমিটির সদস্যপদ ছাড়ছেন। চার সদস্যের নাম জানার পর থেকেই আন্দোলনরত কৃষক এবং বিরোধীরা তাঁদের পক্ষপাতদুষ্ট বলে জানিয়েছেন। তাঁরা চারজনই তিনি কৃষি আইনের পক্ষে জোরালো সওয়াল করছেন। তিনি কৃষকদের পক্ষেই থাকবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষিমন্ত্রকই ১৪ ডিসেম্বর বিবৃতি দিয়ে জানিয়েছিল, প্রাক্তন রাজ্যসভা সাংসদমানের নেতৃত্বে ভারতীয় কিষাণ ইউনিয়ন কৃষি আইনের পক্ষে স্মারকলিপি দিয়েছে। 

মঙ্গলবার কৃষি আইন স্থগিত করে সুপ্রিম কোর্ট ওই আইন খতিয়ে দেখতে একটি কমিটি তৈরি করে। কমিটি কেন্দ্র এবং কৃষকদের সঙ্গে কথা বলে ২ মাসের মধ্যে কোর্টকে রিপোর্ট দেবে। ১০ দিনের মধ্যে বৈঠছকে বসলতে হবে কমিটিকে। ভূপিন্দর সিং মান ছাড়া কমিটিতে রয়েছেন শেতকারী সংগঠনের অনিল ঘনওয়াত, কৃষি বিশেষজ্ঞ প্রমোদকুমার যোশী এবং কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post