আজই শ্রীরামপুর যাব, দেখি কে কার হাত ভাঙে? কল্যাণকে তোপ অর্জুনের

শনিবারই ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিংয়ের গড় জগদ্দলে দাঁড়িয়ে তাঁর হাত ভাঙার হুমকি দিয়ে এসেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁকে পাল্টা দিলেন বিজেপি সাংসদ। এক চা চক্রের অনুষ্ঠানে হাজির হয়ে অর্জুন বলেন, ‘আজই শ্রীরামপুর যাব। কে কার হাত ভাঙে দেখা যাবে’। রাজ্যের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। রোজই তৃণমূল ও বিজেপি নেতারা বাকযুদ্ধে জড়িয়ে পড়ছেন। এরকমই এক প্রচার সভায় শনিবার বারাকপুরের জগদ্দলে বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সেখানে তিনি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে তোপ দেগে বলেন, ‘হুগলিতে আমি কারও দাদাগিরি বরদাস্ত করব না। ওখানে দাদাগিরি দেখাতে গেলে হাত ভেঙে দেব’। রবিবার নিজস্ব স্টাইলে তারই জবাব দিলেন অর্জুন সিং। তিনিও চ্যালেঞ্জ নিয়ে বলেন, ‘আমি আজই শ্রীরামপুর যাব, কে কার হাত ভাঙবে তা দেখা যাবে। সরকারে থেকে অনেক কথা বলা যায়’।

তবে তিনি শুধু কল্যাণের বক্তব্যের জবাবই দিয়েছেন তা নয়। তাঁকেও দ্বিতীয় সারির নেতা বলে উল্লেখ করেছেন। অর্জুনের কথায়, কল্যান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা সেভাবে গুরুত্ব দিয়ে ভাবিনা, শ্রীরামপুরের মানুষও তাঁকে গুরুত্ব দেয় না। এমনকি কল্যাণকে ‘ভাঁড়’ বলেও কটাক্ষ করেন অর্জুন সিং। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post