বাংলার রাজনীতির সরণীতে সম্প্রতি সৌরভের আগমণ নিয়ে জোর চর্চা চলছিল। এই জল্পনা-কল্পনার মধ্যেই গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারত অধিনায়ক। ফলে তাঁর রাজনীতিতে আসার জল্পনাও থেমে যায় অচিরে। কিন্তু বুধবারই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। তবে তিনি নিজেই একদিন হাসপাতালে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ফের তাঁর রাজনৈতিক যোগ নিয়ে চর্চা শুরু হয়েছে। আর এই জল্পনায় ঘি ঢাললেন সর্বভারতীয় বিজেপি নেতা তথা বাংলার অন্যতম বিজেপির পর্যবেক্ষক অরবিন্দ মেনন।
বুধবার কাটোয়ায় এক জনসভায় গিয়ে সৌরভকে বিজেপিতে আহ্বান করেন তিনি। এদিন মেনন বলেন, ‘সৌরভ বাংলার বাঘ। উনি বিজেপিতে এলে কার্পেট পেতে ফুল দিয়ে স্বাগত জানাবো’। অপরদিকে, বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাঃ দেবী শেঠি মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন, সৌরভ সম্পূর্ণ সুস্থ, এরপর ক্রিকেটও খেলতে পারবেন বিসিসিআই প্রেসিডেন্ট। তারপর বিজেপির সর্বভারতীয় নেতা অরবিন্দ মেননের সৌরভকে বিজেপিতে স্বাগত জানিয়ে বক্তব্য জল্পনা আরও বাড়িয়ে দিল।
Post a Comment
Thank You for your important feedback