১৯ হাফ হয়েছে, এবার ২১-শে পুরো সাফ হয়ে যাবেঃ গড়বেতায় শুভেন্দু

ছোট আঙারিয়া দিবসে সোমবার গড়বেতায় সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর প্রত্যাশা মতোই তিনি ফের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন। বিভিন্ন ইস্যু টেনে এনে বিঁধলেন প্রাক্তন দলকে। এদিন সভা থেকে শুভেন্দু বলেন, আমি যেখানেই সভা করি তার কিছু দূরে একঝুড়ি লোক নিয়ে একটা করে সভা করছে তৃণমূল। আজ গড়বেতায় দুটো ফুটবল মাঠ নিয়ে একটা সভা করতে হচ্ছে আমাকে। এরপরই শুভেন্দুর কটাক্ষ, যত একদিনে দু’টো সভা করবেন, ততই মোবাইলে লাইভ খুলে মানুষ দেখবেন তৃণমূল আর বিজেপির সভায় কত ভিড় হল’। তৃণমূল নেতাদেরও কটাক্ষ করতে ছাড়েন নি সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন পরিবহনমন্ত্রী। তাঁর দাবি, ১০ নভেম্বর সকালে নন্দীগ্রামে আমি ১ লাখ লোক নিয়ে একটা সভা করেছিলাম। পরে মিনি পাকিস্তান মন্ত্রী ১২০০ লোক নিয়ে একটি সভা করেন। 

তিনি আরও বলেন, আমি বিজেপিতে যোগ দেওয়ায় তাঁদের গায়ে কাঁটা ফুটছে। ওরা বলছে, মীরজাফর, বিশ্বাসঘাতক আমি গডসের দলে গেছি। আমি বলছে চাই সেইসময় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি যদি সেইদিন দরজা না খুলে দিতেন, তাহলে আপনার দলে ঘাসটাই উড়ে চলে যেত। এরপরই শুভেন্দুর বলেন, পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদীর হাতে তুলে না দিলে, এই রাজ্য এগোতে পারবে না। এরা বলে শুভেন্দুর সঙ্গে নাকি বিজেপির ডিল হয়েছে। হ্যাঁ ডিল হয়েছে তো, সেগুলো হল প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, টেটের পরীক্ষা হবে, বেকাররা চাকরি পাবে। এলাকার আলুচাষীদের সর্বনাশ করেছে তৃণমূল। আর সাড়ে ৯ বছর পরে চালু হল ‘যমের দুয়ারে সরকার’। এটা ঢপবাজি, ঢপের চপ। ১৯ হাফ হয়েছে, এবার ২১-শে পুরো সাফ হয়ে যাবে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post