ফের বেপরোয়া গতির বলি।গুজরাটের সুরাটে পরিযায়ী শ্রমিকদের পিষে মারল বেপরোয়া ট্রাক।রাস্তার ধারে শুয়ে ছিলেন তাঁরা। মঙ্গলবার ভোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ১৫ জনের। গুরুতর জখম আরও ৩। ঘটনাটি ঘটেছে সুরাটের কোসাম্বা গ্রামের কাছে। পুলিশ সূত্রে খবর, শ্রমিকরা রাজস্থানের কুশলগটের বাসিন্দা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘাতক ট্রাকটির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, সোমবার রাতে রাস্তার পাশে শুয়ে ছিলেন প্রায় ১৮ জন শ্রমিক। সেই সময় দ্রুতগতিতে আসা একটি আখ বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই ঘাতক ট্রাকটি রাস্তার ধারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু ১৫ জন শ্রমিকের। ঘটনায় মৃতদের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। জানা গেছে মান্ডবীর দিকে যাচ্ছিল ট্রাকটি। মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় সাহায্য কোষ থেকে দুই লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
The loss of lives due to a truck accident in Surat is tragic. My thoughts are with the bereaved families. Praying that the injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 19, 2021
Post a Comment
Thank You for your important feedback