নেটফ্লিক্সে যাত্রা শুরু কপিল শর্মার

এবার ওয়েব দুনিয়ায় পা রাখলেন কমেডিয়ান কপিল শর্মা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করেন কপিল। এই প্রমোশনাল ভিডিওতে রীতিমত নাটকীয়ভাবেই তাঁর নেটফ্লিক্সে যাত্রা শুরুর কথা জানান তিনি। প্রমোতে দেখা যাচ্ছে, auspicious উচ্চারণ করতে গিয়ে বেশ কয়েকবার আটকেছেন কপিল। শেষমেশ হিন্দিতেই তাঁকে বলতে বলছেন চিত্রগ্রাহক। শেষপর্যন্ত উতরে যান কপিল। তাঁর এই ওয়েব দুনিয়ায় ডেবিউয়ের খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। 

তবে নেটফ্লিক্সে কোনও নতুন কমেডি শো শুরু হবে না অন্য কিছু সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে নিজের নতুন প্রোজেক্ট নিয়ে বেশ উৎসাহী কপিল। তিনি জানিয়েছেন, অনেক দিন ধরেই নেটফ্লিক্সে কাজ করতে চাইছিলেন। ২০২০ সকলের বেশ খারাপ কেটেছে, সেটা তিনি জানেন। তাই নতুন বছরে এই প্রোজেক্ট দিয়েই সবার মন ভালো করে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন তিনি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post