২০২১ এর প্রথম দিন স্নান করে গায়ত্রী মন্ত্র পাঠ করেন মুম্বই ফিল্মের সুপার হিরো অক্ষয় কুমার। তিনি তাঁর এই মন্ত্র পাঠের দৃশ্যটি ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করেন, দেখতে দেখতে সেটি ভাইরাল হয়ে যায়। তিনি মন্ত্র পাঠ সেরে দেশের সমস্ত মানুষকে সুস্থ থাকার শুভেচ্ছা জানান। কয়েকদিন ধরে তিনি বাড়িতেই স্ত্রী পুত্রের সাথেই দিন কাটাচ্ছেন। সম্প্রতি তাঁর অভিনেত্রী স্ত্রী টুইঙ্কল খান্নার জন্মদিন পালন করে তা পোস্ট করেন। তাঁর আজকের ইনস্টাগ্রাম দেখে জ্যাকলিন ফার্নান্দেজ তাঁকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন।
সম্প্রতি তিনি তাঁর নতুন ছবিতে হাত দিয়েছেন যার নাম "আতরঙ্গি রে"। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন সেফ আলি খান কন্যা সারা আলি এবং ধনুষ। এই ছবিতে তাঁকে শাহজাহানের লুকে দেখা যাবে। পরিচালনা করছেন আনন্দ রাই। আনন্দ আবার শুটিংয়ের মাঝখানেই করোনা সংক্রমিত হয়েছেন। ওই কারণে সম্ভবত অক্ষয় নিজেকে গৃহবন্দি রেখেছেন।
Post a Comment
Thank You for your important feedback