ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল ব্রিটেনের

লন্ডনের ঘড়িতে রাত এগারোটা বাজার সঙ্গে সঙ্গেই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল ব্রিটেনের। সাড়ে চার বছর আগে ভোটাভুটিতে ব্রিটেন এই সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৬ থেকেই এনিয়ে রাজনীতিতে তোলপাড় হচ্ছিল ইউরোপ, ব্রিটেনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতে, এটা দেশের জন্য দারুণ মুহূর্ত। ইউরোপের নিয়মকানুনের বেড়াজাল থেকে নিয়ন্ত্রণহীন মুক্ত "বিশ্ব ব্রিটেন" শুরু হল। তাঁর দাবি, নতুন ব্রিটেন অবাধ বাণিজ্য, উদার নীতির দেশ হবে। 

এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়নের কোনও আইন ব্রিটেনে প্রযোজ্য হবে না। সেইসঙ্গে ব্রিটেন থেকে ২৭টি ইউরোপের দেশে ৫০ কোটি বাসিন্দার অবাধ যাতায়াতও বন্ধ হয়ে গেল। কয়েক দশক পর সীমান্তে কাস্টমস চেকিং ফের চালু হচ্ছে। ফ্রান্সের ইউরোটানেলে ক্যালেতে মধ্য রাতে ফরাসি অফিসররা চেকিংয়ের সব বন্দোবস্ত করছেন। ঠিক মাঝরাত থেকে চালু হয়েছে কাস্টমস চেকিং। একইভাবে নতুন চেকিং শুরু হচ্ছে বন্দরগুলিতেও। অন্যদিকে, ছোট ব্রিটিশ উপনিবেশ জিব্রাল্টর ইউরোপের পাশপোর্টমুক্ত জোনেই থেকে যাচ্ছে। আয়ারল্যান্ড ইইউ-এ থেকে যাওয়ায় উত্তর আয়ারল্যান্ড সীমান্তে কড়াকড়ি বাডা়নো হচ্ছে। স্কটল্যান্ডও ইইউ-এর পক্ষে। তাই বরিস জনসনের মাথাব্যথা থেকেই যাচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post