হাওড়ায় পুরভোট চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে

হাওড়া পুরনিগমের নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। জনস্বার্থে মামলাটি দায়ের  করে হাওড়া জেলা সিপিএম। হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালতে চলছে কলকাতা পুরনিগমের ভোট নিয়ে মামলা। এরমধ্যেই আবার হাওড়া পুরনিগমের ভোট করানো নিয়ে রাজ্য সরকারের গড়িমসিতে মামলা দায়ের হওয়ায় অস্বস্তিতে পড়ল সরকার। 

অপরদিকে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেটি হল এই করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধ করার আবেদন। এই মামলাটিও গ্রহণ করেছে হাইকোর্ট। আগামীকালই শুনানির সম্ভাবনা। অজয়কুমার দে নামে জনৈক ব্যক্তি এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। তাঁর বক্তব্য, এখনও দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরমধ্যেই করোনার নতুন স্ট্রেন আতঙ্ক আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে লাখ লাখ পূণ্যার্থীর ভিড় পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই এই বছরের জন্য গঙ্গাসাগর মেলা স্থগিত করার আর্জি জানিয়েছেন মামলাকারী।

অন্যদিকে কাঁথি পুরসভার প্রশাসক সৌম্যেন্দু অধিকারীকে অপসারণের বিরুদ্ধে একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সোমবারও মামলাটির শুনানি হয়। রাজ্য সরকার তাঁকে অসাংবিধানিক পদ্ধতিতে অপসারণ করেছে বলে মামলা করেন শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু। তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে শুনানি চলাকালীন বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে আচমকা প্রশাসক পদ থেকে সরানো যায় না। যা রাজ্য পুর আইন বিরোধী। 

পাল্টা বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, পুর আইন মেনেই বদল করা হয়েছে কাঁথি পুরসভার প্রশাসককে। এদিন কাঁথি পুরসভার তরফে আদালতে বলা হয়, সৌম্যেন্দু অধিকারী আর নির্বাচিত জনপ্রতিনিধি নন। বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই আর কেউ জনপ্রতিনিধি থাকে না। তাই প্রশাসক পদে কাকে বসানো হবে, সেটা রাজ্য সরকার ঠিক করতে পারে। পুর প্রশাসক বদল করার ক্ষেত্রে আইনের বাইরে গিয়ে কিছু করা হয়নি। তিন পক্ষেরই বক্তব্য শোনার পর বিচারপতি অরিন্দম সিনহা আগামীকাল এই মামলার ফের শুনানির জন্য দিন ধার্য করেছেন।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post