করোনার অতিমারীর মধ্যেই নতুন দুশ্চিন্তা। এবার গত সপ্তাহ থেকে দেখা দিয়েছে বার্ড ফ্লু। বহু জায়গায় মরা পাখি পড়ে থাকতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, কেরলে বার্ড ফ্লু দেখা দিয়েছে। হিমাচলপ্রদেশ, রাজস্থান ও গুজরাতেও বার্ড ফ্লু আক্রান্ত পাখির দেখা মিলছে। কেরলের দুটি জায়গায় বার্ড ফ্লু নিশ্চিত হয়েছে। রাজস্থানের ঝালওয়ারেও পাওয়া গিয়েছে ১০টি মরা পাখি। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ৩ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ঝালওয়ারে ১৩৮টি মৃত পাখি পাওয়া গিয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোর ও মন্দসৌর জেলায় বার্ড ফ্লুর খবর এসেছে। সেখানে বার্ড ফ্লু নিশ্চিত হয়েছে। সেখানে ১০০টি মৃত পাখি পাওয়া গিয়েছে। হিমাচলপ্রদেশে পং ড্যাম লেকে প্রচুর পরিযায়ী পাখি মরে পড়ে থাকতে দেখা গিয়েছে। কাংড়ার জেলাশাসক সবরকম পাখি বিক্রি ও পাখির মাংস বিক্রি নিষিদ্ধ করেছেন। প্রতিরোধক ব্যবস্থা হিসেবে পশুচিকিৎসকরা পোল্ট্রিগুলিতে পরীক্ষা শুরু করেছেন।
Post a Comment
Thank You for your important feedback