শ্মশানের ছাউনি ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ২৫

উত্তরপ্রদেশে শ্মশানের আশ্রয়স্থলের ছাদ ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। রবিবার মুরাদনগরে এই ঘটনা ঘটেছে। মৃতেরা ছিলেন গাজিয়াবাদের উখলারসি গ্রামের মৃত স্থানীয় বাসিন্দা জয় রামের শ্মশানযাত্রী। ঘটনার পর বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন গিয়ে উদ্ধারের কাজে হাত লাগান। তাঁরাই দেহগুলি টেনে বের করেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩৮ জনকে। মৃতদের ১৮ জনকে শনাক্ত করা গিয়েছে। আহত আরও ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতালের অব্যবস্থার প্রতিবাদে সরব হয়েছেন মৃতদের আত্মীয়স্বজন। তাঁরা দোষী ঠিকাদারের গ্রেফতারের দাবি জানিয়েছেন। ভেঙে পড়া ওই ছাউনিটি মাত্রই মাস দুই আগে তৈরি হয়েছিল। এই ঘটনায় ওই ঠিকাদার সহ তিন ইঞ্জিনিয়ার, সুপারভাইজারকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার  রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post