কয়লাপাচার কাণ্ডঃ মূল অভিযুক্ত লালার সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ

কয়লাপাচার কাণ্ডে এবার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও নিখোঁজ। এবার তাঁকে ফেরার ঘোষণা করে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে সিবিআই। ইতিমধ্যেই লালাকে নিখোঁজ ঘোষণা করে পুরুলিয়ায় তাঁর নিতুরিয়ার বাড়িতে এবং অফিসে এই মর্মে নোটিশ সাঁটিয়ে দিয়েছে সিবিআই। পাশাপাশি আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়াতেও অনুপ মাঝি ওরফে লালাকে অপরাধী ঘোষণা করে পোস্টার দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, এর আগে তিনবার অনুপ মাঝিকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন এই ব্যবসায়ী। 

জানা যাচ্ছে, সপরিবার গা ঢাকা দিয়েছেন লালা। এবার তাই লালাকে হাতে পেতে এই নোটিশ দিচ্ছে সিবিআই। ওই নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে লালা যদি সিবিআই দপ্তরে হাজিরা না দেয়, তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। উল্লেখ্য, এর আগেই লালাকে ফেরার ঘোষণা করার আবেদন জানিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর ভাইয়ের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি করছে সিবিআই। এর আগে বিনয়ের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি করেছিল তাঁরা। এর আগে লালা ও বিনয় মিশ্রর বাড়ি ও অফিসে একাধিকবার হানা দিয়েছে সিবিআই গোয়েন্দারা। সেই সমস্ত জায়গা থেকে বহু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে গোয়েন্দারা। যার মধ্যে থেকে বহু রাঘব বোয়ালের নাম উঠে আসে। তাই লালাকে দ্রুত গ্রেফতার করতে মরিয়া সিবিআই। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post