প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে শুনে আত্মঘাতী কিশোরী


দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়েতে রাজি না হওয়ায় আত্মঘাতী প্রেমিকা। স্থানীয় বাসিন্দা ও মৃত ছাত্রীর পরিবারের লোকেদের অভিযোগ, গ্রামেরই মিঠুন মহন্ত নামে এক যুবকের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল পায়েলের। কিন্তু সম্প্রতি ওই যুবক পায়েলকে অন্য একটি মেয়ের ছবি দেখিয়ে বলে, তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এরপরই মানসিক অবসাদে ভেঙে পড়ে ওই কিশোরী। 

তাঁর পরিবারের আরও দাবি, ওই যুবক পায়েলকে অপমান করার পাশাপাশি বিয়ে করতে বিয়ে করতে অস্বীকার করে। অভিযোগ, এরপরই অপমানিত হয়ে কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম পায়েল সরকার (১৬)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকার থিঙ্গুর গ্রামে। সে বংশীহারী গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত ছাত্রীর পরিবার আর্থিকভাবে দুর্বল ছিল। সেই জন্যই সম্পর্ক এগোতে চাননি ওই যুবকের পরিবার। বৃহস্পতিবার রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পায়েল। শুক্রবার সকালেই পরিবার দেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার ও স্থানীয় লোকজন অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়। বংশীহারী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে শুরু করেছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post