২০২১ এর নির্বাচনের বিষয়ে অবশেষে শীতঘুম ভাঙল সর্বভারতীয় কংগ্রেসের। এ বছর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসমে বিধানসভা নির্বাচন। একেক রাজ্যে একেক রকম স্ট্র্যাটেজি। তামিলনাড়ুতে তাদের জোট ডিএমকের সাথে, কিন্তু আসন রফা নিয়ে এখনো চূড়ান্ত কিছু আলোচনায় হয়নি।বরং লাগোয়া পুদুচেরিতে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। এখন স্তালিনের দল তামিলনাড়ুতে কতগুলি আসন ছাড়বে তার উপর কংগ্রেস ঠিক করবে পুদুচেরিতে তাদের অবস্থান। অন্যদিকে অসম ও পশ্চিমবঙ্গে বামেরা কংগ্রেসের জোটসঙ্গী অন্যদিকে কেরালায় বামেদের সঙ্গেই মূল লড়াই কংগ্রেসের। ফলে সোনিয়া গান্ধি এই রাজ্যগুলিতে পর্যবেক্ষক পাঠাচ্ছেন।
সাম্প্রতিক নির্বাচনগুলোতে কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হয়েছে, দলের অভ্যন্তরে তা নিয়ে ঘোর অশান্তি, রাহুলকে নিয়মিত পাওয়া যায় না,সব মিলিয়ে অসুস্থ সোনিয়াকেই দায় নিতে হচ্ছে। ঠিক হয়েছে ৫ জন প্রবীণ সদস্যকে এই রাজ্যগুলিতে পাঠানো হবে। এই পর্যবেক্ষকদের মধ্যে রাজস্থান এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরাও আছেন। চলতি সপ্তাহেই পর্যবেক্ষকরা দায়িত্ব নিচ্ছেন।
Post a Comment
Thank You for your important feedback