জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধছেন বরুণ-নতাশা

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ধাওয়ান। টিনসেল টাউনে গুঞ্জন, দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে জানুয়ারি মাসের শেষের দিকে বিয়ে করছেন তিনি। বিয়ের দিন সম্ভবত ২৪ জানুয়ারি। আলিবাগের এক পাঁচতারা হোটেলেই বসবে ‘বিগ ফ্যাট পাঞ্জাবী ওয়েডিং’-এর আসর। তবে আড়ম্বরে কমতি না থাকলেও করোনার কারণে আত্মীয়স্বজনও ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হবে না বলেই খবর।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, জানুয়ারি মাসের শেষের দিকেই হবে বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই ই-কার্ড পৌঁছে গেছে নিমন্ত্রিতদের কাছে। ২২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি, চারদিন ধরে চলবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। তবে কোন কোন তারকা রয়েছেন আমন্ত্রিতদের তালিকায় সে বিষয়ে কিছু জানা যায়নি। বিয়ের পর রিসেপশনের ব্যাপারেও মুখ খোলেননি কেউ। প্রথম থেকেই নিজের 'লাভ লাইফ' সংবাদমাধ্যমের নজরের আড়ালেই রেখেছিলেন বরুণ। তবে বিয়ের ইচ্ছা খুব একটা ছিল না এই বলি হার্টথ্রবের। প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে লিভ-ইনেই থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাবা ডেভিড ধাওয়ানের আপত্তিতে সেই আশা পূরণ হয়নি। ২০২০-তে বিয়ে ঠিক হলেও করোনার জন্যই পিছিয়ে যায় সবকিছু। শেষপর্যন্ত ২০২১-এর শুরুতেই গাঁটছড়া বাঁধছেন বরুণ-নাতাশা। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post