দুঃস্বপ্নের বর্ষপূর্তি

ঠিক একবছর আগে ১১ জানুয়ারি পৃথিবী জেনেছিল এক অজানা মারণ ভাইরাসের কথা। চিন কবুল করেছিল উহান শহরে মাছবাজারের নিয়মিত ক্রেতা ৬১ বছরের একজন করোনায় মারা গিয়েছেন। সেই শুরু। তারপর ঝড়ের গতিতে একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে করোনা। এখন বছর শেষেও ভাইরাসের পুরো চরিত্র অজানা বিজ্ঞানীদের কাছে। অনেকেই বলছেন, এর উত্তর পাওয়া যাবে না কখনও। ২০ লাখ মানুষের মৃত্যুর পরও বিশ্বের বহু জায়গায় এই সংক্রমণ এখনও লাগামছাড়া। পুরোপুরি বিপর্যস্ত দুনিয়ার অর্থনীতি। করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্যসংস্থা ভারতকে ১১ জানুয়ারিতেই সতর্ক করেছিল বলে জানা গিয়েছে আরটিআই আবেদনে। । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে সতর্কতা মেল পাঠানো হয়েছিল। 

কোথা থেকে শুরু এই অতিমারী তা জানতে এখনও বিশ্ব স্বাস্থ্যসংস্থাকে নানাভাবে সেদেশে যেতে দিতে বাধা দিচ্ছে চিন। উহানের মাছবাজারে কী করে পশুপাখি থেকে ভাইরাস মানুষের মধ্যে ছড়াল তা জানতেই চিনে যেতে চাইছেন বিজ্ঞানীরা। গোড়ায় গণ সংক্রমণের কথা অস্বীকার করলেও পরে চিন তা স্বীকার করতে বাধ্য হয়। এরই পাশাপাশি চুটিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি করোনাকে চিনা ভাইরাস বলে আখ্যা দিয়ে এর পিছনে চিনের চক্রান্তের অভিযোগ করেন। চিনের ল্যাবরেটরি থেকেই এই ভাইরাস ছড়ানো হয়েছে। চিন সংক্রমণ স্বীকার করলেও গোপনীয়তা রয়েছে এখনও। চিনের দাবি, ভাইরাস  এসেছে বাইরে থেকে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post