কো-উইন অ্যাপের সমস্যার মধ্যেই আজ রাজ্যে দ্বিতীয় দিনের টিকাকরণ

সোমবার টিকাকরণের দ্বিতীয় দিন। রাজ্যের ২১২টি প্রতিষেধক কেন্দ্রে সকাল থেকেই চলছে করোনার টিকা প্রদানের কাজ। এরমধ্যে কলকাতায় খোলা হয়েছে ১৯টি কেন্দ্র। সকাল ১০টা থেকে কলকাতার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের করোনার টিকা দেওয়া হচ্ছে। যাঁদের টিকা দেওয়া হচ্ছে তাঁদের টিকা দেওয়ার পর ৩০ মিনিট অবজারভেশনে রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কারও অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসেনি। রাজ্যের স্বাস্থ্যদফতর সূত্রে খবর, আগামী দুই সপ্তাহ টিকাকরণের কাজ চলবে। যে সমস্ত কোভিড যোদ্ধারা প্রথম দফায় টিকা নিচ্ছেন, তাঁদের মোবাইলে চার সপ্তাহ পরে দ্বিতীয় দফার টিকা নেওয়ার এসএমএস যাবে। এরপরই নির্দিষ্ট দিনে তাঁরা দ্বিতীয় দফার টিকা নিতে পারবেন।

অপরদিকে, এদিন টিকাকরণের কাজ শুরু হলেও কো-উইন অ্যাপের মেরামতি এখনও সম্ভবপর হয়নি বলেই জানা যাচ্ছে। রবিবার গভীর রাত পর্যন্ত কেন্দ্রের বিশেষজ্ঞরা কাজ করেছেন কো-উইন অ্যাপের সমস্যা মেটানোর জন্য। কিন্তু পুরোপুরি সমস্যা মেটেনি বলেই জানানো হয়েছে। তাই সমস্যা হলে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতেই টিকা প্রদানের কাজ চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সোমবার টিকাকরণের দ্বিতীয় দিনে রাজ্যে ২০,৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু রাজ্যের স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা কো-উইন অ্যাপ ঠিকঠাক কাজ না করলে লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে না। জানা যাচ্ছে, টিকার জন্য নথিভুক্তদের কাছে সময়মতো এসএমএস পৌঁছাচ্ছে না কো-উইন অ্যাপের সমস্যায়। খুব স্লথ চলছে অ্যাপটি। সোমবার টিকাকরণে এখনও পর্যন্ত কারও সমস্যা হয়নি বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, গত শনিবার ২০,৭০০ জনের লক্ষ্যমাত্রা নিলেও রাজ্যের দাবি মতো ১৫,৭০৭ জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। এখন দেখার সোমবার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে কিনা রাজ্যের স্বাস্থ্যদফতর। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post