এরাজ্যে শুরু হল করোনার টিকাকরণের মহড়া

শনিবার এরাজ্যে উত্তর ২৪ পরগনার দত্তাবাদ ও মধ্যমগ্রামের শহর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও আমডাঙা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরণের মহড়া শুরু হয়েছে। প্রতিটি মহড়ায় ২৫ জন করে স্বাস্থ্যকর্মী প্রশিক্ষিত হবেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভশিল্ড শুক্রবারই বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পেয়েছে। এখন বাকি ড্রাগ কন্ট্রোলারের চূড়ান্ত সবুজ সঙ্কেত। এদেশে এই টিকা তৈরি করছে সিরাম। এরইমধ্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এদিন এই মহড়া চলছে। বিশাল টিকাকরণের জন্য প্রস্তুত হতেই এই মহড়া দেশের ১১৬টি জেলার ২৫৯টি জায়গায় চালানো হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, টিকার কাজ ও সমন্বয় খতিয়ে দেখা হবে মহড়ায়। প্রশিক্ষিত করা হবে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীদের। রাজ্যগুলির রাজধানীতে অন্তত তিনটি জায়গায় এই মহড়া চলবে। কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এজন্য বেছে নিয়েছে জেলার তিনটি কেন্দ্র। সূ তথ্য আপলোড করা হবে কো-উইন অ্যাপে। এনিয়ে শুক্রবার কেন্দ্রীয স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন শুক্রবারই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, পালস পোলিও অভিযানের আদলেই এই টিকাকরণ হবে। ইতিমধ্যেই ৭১৯ জেলার ৯৬ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৮-২৯ ডিসেম্বর অন্ধ্র, গুজরাত, পাঞ্জাব, অসমে একদফা মহড়া হয়ে গিয়েছে।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post