অবশেষে ভারতে কোভিশিল্ড, কোভ্যাকসিনকে চূড়ান্ত ছাড়পত্র

অবশেষে ভারতে কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে চূড়ান্ত ছাড়পত্র দিল ডিসিজিআই। আপাতত শর্তসাপেক্ষে ও জরুরি ভিত্তিতে সারা দেশে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এদিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গবেষণার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, 'করোনার সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাল এই ভ্যাকসিন।' সম্পূর্ণ দেশীয় এই দুটি ভ্যাকসিন  খুব শীঘ্রই বাজারে আসবে। 

জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভ্যাকসিন দেওয়া  শুরু হতে পারে। তবে এখনই সবাইকে এই ভ্যাকসিন দেওয়া হবে না। জরুরি ভিত্তিতেই এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে। সরকারের ধারণা, আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যেই গণ টিকাকরণ শুরু হবে। আইসিএমআর জানাচ্ছে, তারা ধীরগতিতে কাজ শুরু করবে। সেই সময়ের মধ্যে পর্যাপ্ত টিকা হাতে এসে যাবে। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post