ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে মৃত বেড়ে ৪, রণক্ষেত্র ওয়াশিংটন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবে রণক্ষেত্র ওয়াশিংটন। পুলিশের গুলিতে মারা গিয়েছেন চারজন। তাদের একজন মহিলা। জারি করা হয়েছে কার্ফু। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের নভেম্বরের নির্বাচনের ফলকে অনুমোদন করতে আলোচনা চলার সময়ই ট্রাম্পের সমর্থকরা তুমুল হামলা চালায়। চারঘণ্টা ধরে তারা ক্যাপিটল হল ও আশপাশের বাড়িগুলি কার্যত দখল নিয়ে নেয়। পুলিশকে ব্যাপক কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। চারধাপ নিরাপত্তা বলয় ভেদ করে বাড়ির ভিতরে তাদের ঢোকার চেষ্টাও আটকানো হয়। সাময়িক স্থগিত হওয়ার পর ফের শুরু হয়েছে মার্কিন কংগ্রসের অধিবেশন।

এই পরিস্থিতিতে বুধবার টুইটার ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। মার্কিন নির্বাচন নিয়ে লাগাতার মিথ্যে কথা পোস্ট করায় এই ব্যবস্থা। সেইসঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এই কাজ চললে তারা স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। বন্ধ হয়েছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও। এর আগে টুইটার, ফেসবুক ও ইউটিউব নির্বাচনকে ভুয়ো বলে ট্রাম্পের বক্তৃতার একটি ভিডিও মুছে দেয়। এরই পাশাপাশি ২০ জানুয়ারি বাইডেনের শপথের আগেই ট্রাম্পকে সরিয়ে দেওয়া জন্য সোচ্চার হয়েছে রিপাবলিকানদেরই একটা অংশ। জো বাইডেনকে আটকাতে ট্রাম্প সমর্থকদের এই তাণ্ডবের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে শুরু অনেক নেতা। তাঁরা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর দাবি করেছেন। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post