ডিভিসির শ্রমিক সংগঠনগুলি দাবি করেছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় ওইদিন রাত ১২টার কিছু আগে দুর্গাপুরে ডিভিসির দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের (DTPS) একমাত্র চালু ইউনিটও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনগুলির আশঙ্কা, এই অবস্থায় DTPS বন্ধ হলে কাজ হারাতে পারেন ১৩০০ শ্রমিক, যার মধ্যে স্থায়ী অস্থায়ী অসংগঠিত কর্মীরা রয়েছে।
অন্যদিকে, DTPS সূত্রের খবর, চারটি ইউনিটের মধ্যে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতাসম্পন্ন চতুর্থ ইউনিটটি চালুই ছিল। এবারে দূষণ এলে বন্ধ তো করতেই হয়। কিন্তু প্রশ্ন উঠেছে এই দায়িত্ব কার ? শ্রমিকরা জানাচ্ছেন, দূষণরোধের কোনও প্রচেষ্টাই সরকারের নেই, তারা খরচ করেনইনি দূষণ রোধের জন্য।
Post a Comment
Thank You for your important feedback