রবিবার আইএসএলে তিলক ময়দান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লিগ তালিকায় থাকা শেষ দুই দল। এসসি ইস্টবেঙ্গল ও ওডিশা এফসি। খেলার প্রথমার্ধের ফলাফল ২-০। ৭ ম্যাচে ৩ পয়েন্ট ইস্টবেঙ্গলের। দলের রক্ষণভাগকে শক্তিশালী করতেই নেওয়া হয়েছে নতুন নতুন স্ট্রাইকার রাজু গায়কোয়াড়কে।
খেলার প্রথমার্ধে থেকেই দুরন্ত ছন্দে রয়েছে রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের ৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন লাল-হলুদের মিডফিল্ডার মিলন। ১২ মিনিটে দূর থেকে থ্রো করা বলে হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পিলকিংটন। ১৬ মিনিটে দুরন্ত সেভ করে ম্যাচের স্কোর সমতা হওয়া থেকে বাঁচান ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ সরকার। ২২ মিনিটে দূরপাল্লার থেকে শট নিয়েও গোল করতে ব্যর্থ হন ওডিশা। ২৯ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেন পিলকিংটন। বাড়ানো বল বারে লেগে প্রতিহত হয়। ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মাঘোমা। প্রথমার্ধের শেষে ফাওলারের ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে।
Post a Comment
Thank You for your important feedback