প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা, বঙ্গে বাড়ল ২০ লাখ ভোটার

রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি প্রায় সেরে ফেলল নির্বাচন কমিশন। শুক্রবারই কমিশন প্রকাশ করল চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা। এই তালিকায় যেমন বেশ কিছু ভোটারের নাম বাদ পড়েছে, তেমনই বঙ্গে বাড়ল ২০ লাখ নতুন ভোটার। যা শতাংশের বিচারে প্রায় ২.০১ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নতুন সংশোধিত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লাখ ৯৪ হাজার ৯৮০ জন। উল্লেখ্য আগের ভোটার তালিকায় সংখ্যাটা ছিল ৭ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৩০৮ জন। অর্থাৎ প্রায় ২০ লাখ ভোটার বেড়েছে নতুন তালিকায়। কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী রাজ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৩০৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৮৪ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,৭৯০ জন। চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৯২১ জনের নাম। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের আগামী সপ্তাহেই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ফলে নির্বাচন বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই রাজ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে। কারণ সাধারণত কোনও রাজ্যে ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পরই ভোট ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন। এবার করোনা আবহেই ভোট করাতে হবে কমিশনকে। ফলে বাড়তে পারে বুথের সংখ্যাও। বর্তমানে রাজ্যে মোট বুথের সংখ্যা ৭৮ হাজার ৯০৩টি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post