বছরের শুরুতেই কি ম্যাচ জিততে ভুলে গেল লিভারপুল? ইংলিশ প্রিমিয়ার লিগে বছর শেষের দুটি ম্যাচ ড্র করেও লিগ শীর্ষে ছিল জুর্গেন ক্লপের দল। সোমবার রাতে লিভারপুল মুখোমুখি হয়েছিল সাউদাম্পটন। ইপিএল লিগ টেবিলের ৬ নম্বরে থাকা সাউদ্যাম্পটের বিরুদ্ধেও কোনও গোল করে জিততে পারলেন না মহম্মদ শালহ, সাদিও মানেরা। ম্যাচ শেষ হয় ১-০। সাউদাম্পটনের হয়ে ম্যাচের ২ মিনিটে গোল করেছেন ড্যানি ইনস। এদিন বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ মিস করেই জয় হাতছাড়া করল লিভারপুল। তবে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই রয়ে গেল ক্লপের দল।
এর মধ্যে ঘরের মাঠে সালহরা খেলেছে ৮ ম্যাচ, জিতেছে ৭টিতে। কিন্তু বাইরের মাঠে একেবারেই ম্যাচ জিততে পারছেন না জুর্গেন ক্লপের ছেলেরা। এদিনের ম্যাচ হেরেও হতাশ নন তিনি। ইপিএলে এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদি পরবর্তী ম্যাচে ব্রুনলের বিরুদ্ধে জিতে যায়, তবে লিভারপুলকে পিছনে ফেলে লিগ শীর্ষে যাবে ম্যান ইউ।
Post a Comment
Thank You for your important feedback