নিরেপেক্ষ বিশেষজ্ঞদের কমিটিতে চাই, সুপ্রিম কোর্টে আর্জি কৃষকদের

কৃষি আইন নিয়ে গঠিত কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন আন্দোলনরত কৃষকরা। এবার কৃষি আইন নিয়ে গঠিত কমিটির তিন সদস্যকেই সরিয়ে ‘নিরেপেক্ষ’ বিশেষজ্ঞদের নিয়ে নতুন কমিটি গঠন করার আর্জি জানাল আন্দোলনরত কৃষক সংগঠন ভারতীয় কিষান ইউনিয়ন (লোকশক্তি)। সংগঠনের আইনজীবী জানিয়েছেন, বর্তমান কমিটিতে এই তিন সদস্য থাকলে বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা লঙ্ঘিত হতেই পারে। কারণ, অশোক গুলাটি, প্রমোদ কুমার যোশী ও অনিল ঘানওয়াত ইতিমধ্যেই কৃষি আইনকে সমর্থন করেছেন। ফলে তাঁরা কীভাবে নিরপেক্ষ হয়ে কৃষকদের কথা শুনবেন? এই প্রশ্ন তুলেই নতুন করে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে নতুন করে মধ্যস্থতাকারী কমিটি গঠন করার জন্য। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতা করে প্রায় মাস দুয়েক ধরে বিভিন্ন কৃষক সংগঠন দিল্লি সীমান্তে বিক্ষোভ আন্দোলন করছে। এরমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা ওঠে। পাশাপাশি কেন্দ্র ও কৃষকদের মধ্যে কয়েকদফা আলোচনাও হয়। কিন্তু সমাধানসূত্র বের হয়নি। এরমধ্যেই সুপ্রিম কোর্ট কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করে চার সদস্যের একটি মধ্যস্থতাকারী কমিটি তৈরি করে দেয়। এই কমিটির নিরেপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন তোলে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। ফলে কমিটি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভুপিন্দর সিং মান। এবার বাকি তিন সদস্যদের সরানোর আর্জি জানিয়ে মামলা হল সুপ্রিম কোর্টেই।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post