৮ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাবাসের এটিকে-মোহনবাগান। আইএসএল অভিযান শুরুর প্রথম তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক করলেও, বেশ কয়েক ম্যাচে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসির সঙ্গে ড্র করেছিল রয় কৃষ্ণরা। শেষ ম্যাচ গোলশূন্য ড্রয়ের পরও উদ্বিগ্ন নন কোচ হাবাস। সব ভুলে রবিবার আইএসএলে নর্থ ইস্টের বিরুদ্ধে নামছেন এটিকে-মোহনবাগান। এদিনের ম্যাচ জিতে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া ডেভিড উইলিয়ামস থেকে অরিন্দম ভট্টাচার্যরা। শেষ ম্যাচে কয়েকটা দুরন্ত গোল বাঁচিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য।
নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে এটিকে মোহনবাগানের হেড কোচ হাবাস বলেছেন, ‘শুধু রয় কৃষ্ণকে নিয়ে নয়, গোটা দলের পারফরম্যান্স দেখতে হয় আমাকে। দলের সবাই ১০০ শতাংশ তৈরি। কৃষ্ণও যে কোনও সময় গোলে ফিরবে।’ কারণ ৮ ম্যাচ খেলে রয় কৃষ্ণর গোল সংখ্যা ৫। ডিফেন্সের পারফর্ম্যান্স নিয়েও তিনি খুশি। ১১ জানুয়ারিতে মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচ নিয়েও এখন কিছু ভাবছেন না বলে কোচ হাবাস জানিয়েছেন। তাঁর কথায়, “আমার কাছে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ জেতাই বেশি গুরুত্বপূর্ণ।’ প্রতি ম্যাচে খেলতে নেমে ম্যাচ জিতে ৩ পয়েন্ট পাওয়াই মূল লক্ষ্য এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ হাবাসের।
Post a Comment
Thank You for your important feedback