২২ কোটির মাদক উদ্ধার বেলগাছিয়ায়

খোদ কলকাতায় উদ্ধার হল ২২ কোটি টাকার মাদক। শনিবার রাতে উত্তর কলকাতার বেলগাছিয়ার মিল্ক কলোনির কাছে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন মিলেছে। সেই সূত্রে অসমের দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে উল্টোডাঙা থানার পুলিশ। ধৃতদের নাম মাহার আলি এবং রবিউল হুসেন। গাড়ির ব্যাটারির মধ্য়ে লুকোনো ছিল এই মাদক। 

পুলিশ জানিয়েছে, আটক করা মাদকের ওজন ২ কেজি। যে পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত হয়েছে, চোরাবাজারে তার দাম ১০ কোটি টাকা। আটক করা ২ লাখ ৩২ হাজার ইয়াবার দাম ১১ কোটি ৬০ লাখ টাকা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই মাদক পাচার হচ্ছিল বাংলাদেশে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post