দুর্গাপুরে একটি বন্ধ কারখানার ভিতর থেকে উদ্ধার হল মাথার খুলি, কঙ্কাল ও হাড়গোড়। সেই সঙ্গে হাতের বালা, আংটি, জুতো সহ কিছু সামগ্রীও পাওয়া যায় ওই কারখানার ভিতর। এরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ গিয়ে কঙ্কাল ও খুলি, হাড়গোড় সহ সমস্ত জিনিসপত্র উদ্ধার করে ফরেন্সিক তদন্তের জন্য পাঠিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দুর্গাপুরে সিনেমা হল সংলগ্ন একটি কারখানা দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন সেখানেই এই মাথার খুলি, কঙ্কাল ও হাড়গোড় পরে থাকতে দেখেন। তাঁরাই খবর দেয় পুলিশে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে খুলি সহ হাড়গোড় এখানে ফেলে যায় দুষ্কৃতীরা। তবে সেগুলি কার সেটা নিয়ে ধন্ধে পুলিশ। অপরদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, এলাকায় ওই বন্ধ কারখানাগুলি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আর রাজ্য রাজনীতিতে কঙ্কাল মাথার খুলি চেনা শব্দ, ফলে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজেপির দাবি, যথাযথ তদন্ত হলেই আসল ঘটনা সামনে চলে আসবে। মানুষের মাথার খুলি, হাড়গোড় উদ্ধার হওয়ার ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে গোটা এলাকাতে।
Post a Comment
Thank You for your important feedback