রাতের অন্ধকারে অবৈধভাবে চলছে মাটি খনন, ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ি

রাতের অন্ধকারে অবৈধভাবে জেসিবি মেশিন দিয়ে চলছে মাটি খনন। ক্ষতির মুখে এলাকার বেশকিছু বাড়ি। এমনই অভিযোগ তুলে সরব কাটোয়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটি নতুন বাড়ির তৈরির জন্য রাতের অন্ধকারেই চলছে খননকার্য। সন্ধ্যে থেকে কোনওদিন রাত ৯ টা আবার কোনওদিন রাত ১২ টা অবধিও চলে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ।

এর ফলে আশেপাশের বাড়িগুলি রীতিমতো কাঁপছে। ইতিমধ্যে প্রায় ৭ থেকে ৮ ফুট খনন করা হয়েছে এবং অবৈধভাবে বেশ কিছু গাছও কেটে ফেলা হয়েছে বলে দাবি। এলাকার এক বাসিন্দা রিতা রায় জানান, এই খননের ফলে তাঁর বাড়ির ভিত নষ্ট হয়ে যাচ্ছে, ভিতের নীচ থেকে মাটি বেরিয়ে আসছে। বাড়ির একাংশ ধসে গেছে বলেও জানান তিনি। 

এছাড়া ভেঙে গেছে বাড়ির সেপ্টিক ট্যাঙ্কও। যে কোনও সময় বিপদ ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। বাসিন্দাদের অভিযোগ, একজন প্রভাবশালী ডাক্তার জোর করে এই অবৈধ নির্মাণ করছেন। এব্যাপারে কাটোয়া পুরসভা এলাকায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। পরে স্থানীয়দের অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ এসে ওই কাজ বন্ধ করে দেন।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post