দিন কয়েক পরই রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী মাসের শুরুতেই ভোট ঘোষণাও হয়ে যেতে পারে। ফলে হাতে সময় খুবই কম। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দলীয় প্রস্তুতি খতিয়ে দেখতে এবং রণকৌশল ঠিক করতে দিল্লিতে বিজেপির সদর দফতরে উচ্চপর্যায়ের বৈঠক হবে শুক্রবার। এরজন্য বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের ইতিমধ্যেই তলব করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সেই মতো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় দিল্লি পৌঁছে গিয়েছেন। পাশাপাশি বঙ্গ বিজেপির একাধিক নেতাও দিল্লিতে পৌঁছে গিয়েছেন।
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রস্তুতি কীরকম চলছে, কোথাও কোনও খামতি রয়েছে কিনা সেগুলি নিয়েই আলোচনা হবে। আবার প্রচার নিয়েও রণকৌশল ঝালিয়ে নেওয়া হবে এই বৈঠকে। পাশাপাশি জানা যাচ্ছে, এই মুহূর্তে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে অনেকেই বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক। তাঁদের নিয়েও আলোচনা হতে পারে। শুক্রবার বিকেল ২ বা ৩টে থেকেই দিল্লিতে শুরু হবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক।
Post a Comment
Thank You for your important feedback