কলকাতা বাদে ৮ জানুয়ারি থেকে ফের ভারত-ব্রিটেন উড়ান চালু

আগামী ৮ জানুয়ারি থেকে ভারত-ব্রিটেন উড়ান চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের চারটি শহরে উড়ান শুরু হলেও বাদ পড়েছে কলকাতা। একটি টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২০২১ সালের ৮ জানুয়ারি থেকে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল শুরু হবে। তবে ২৩ জানুয়ারি অবধি সীমিত সংখ্যায় চলাচল হবে, প্রতি সপ্তাহে মাত্র ১৫টি উড়ান।  কেবল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ থেকেই মিলবে পরিষেবা। এবিষয়ে বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই জারি করা হবে Directorate General of Civil Aviation (DGCA)-এর তরফে। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, ব্রিটেন-ভারত বিমান যাত্রীদের প্রত্যেকেই আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক ভাবে করতে হবে।

প্রসঙ্গত, ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের সংক্রমণের পরিস্থিতি ক্রমাগত আশঙ্কাজনক হচ্ছে। এই পরিস্থিতিতেই গত ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল নিষিদ্ধ করে দেয় ভারত। পরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৭ জানুয়ারি অবধি করা হয়। এখনও ব্রিটেনের পরিস্থিতির উন্নতি না হলেও ভারত জানিয়েছে যে আপাতত বিমানের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post