ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ৩৬৯ রানে থামিয়ে দিলেন ভারতীয় বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হল ভারতকে। দ্বিতীয় দিনে চা বিরতির নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বৃষ্টিতে বিঘ্ন হল দ্বিতীয় দিনের গাব্বা টেস্ট। ম্যাচ সাময়িকভাবে স্থগিত রয়েছে। গাব্বা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসের ২৬ ওভারে ভারতের স্কোর দু উইকেট হারিয়ে ৬২ রান। ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে (২) এবং চেতেশ্বর পূজারা (৭)।
প্রথম ইনিংসে ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গী হয়ে নেমেছিলেন তরুণ খেলোয়াড় শুভমন গিল। কিন্তু প্রত্যাশামতো ব্যাট করতে ব্যর্থ হলেন তিনি। আউট হলেন ব্যক্তিগত ৭ রানের মাথায়। ভারতের প্রথম উইকেট হারাল ২৬ রানে। হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন রোহিত শর্মা। ৬টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে ৪৪ রান করেন তিনি। ৬০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া।
ব্রিসবেন টেস্টে প্রথম দিনে অস্ট্রলিয়া পাঁচ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছিল। দ্বিতীয় দিনের শুরুতেই শার্দুল ঠাকুরের ও ওয়াশিংটন সুন্দরে জোড়া উইকেটে ধাক্কা খায় প্যানির অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমেই ৩৬৯ রানে প্রথম ইনিংস শেষ হল অস্ট্রেলিয়ার।
ভারতীয় পেসারদের দাপটে দ্বিতীয় দিনের শুরুতেই এক এক করে উইকেট হারাতে থাকে অজিরা। অজি অধিনায়ক টিম প্যানি ১০৪ বলে ছয়টি চারের সুবাদে অর্ধ শতরান করেছেন। তবে শার্দুল ঠাকুরের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়লেন তিনি। ৪৭ রান করে সুন্দরের বলে উইকেট হারান ক্যামারুন গ্রিন। ভারতীয় পেসারদের দাপটে বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি অজি ব্যাটসম্যানরা।
ওয়ার্নার (১) ও মার্কাস হ্যারিস (৫) রান আউট হওয়ায় টেস্টের প্রথম দিনের শুরুতেই হোঁচট খেয়েছিল অস্ট্রেলিয়া। তবে ধাক্কা অনেকটাই সামলে নিয়েছিলেন মার্নাস লাবুসানে। ২০৪ বলে ৯টি চারের সুবাদে শতরান করেন তিনি। তবে ৬৫ ওভারে নটরাজনের শেষ বলে উইকেটকিপার ঋষভ পন্থের হাতে ধরা পড়েন তিনি, ততক্ষণে অনেকটাই ভালো অবস্থায় পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। স্মিথ ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে রোহিত শর্মার হাতে ধরা পড়েন। ম্যাথু ওয়েড ৬টি বাউন্ডারি সুবাদে ৮৭ বলে ৪৫ রান করে টি নটরাজনের বলে আইট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। টেস্টের অভিষেক ম্যাচেই জোড়া উইকেট পেয়ে বাজিমাত করেছেন টি নটরাজন। ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট পান।
Post a Comment
Thank You for your important feedback