ভারতীয় ক্রিকেট দলের কারও করোনা সংক্রমণ হয়নি। দলের সহায়ক কর্মীদের রিপোর্টও নেগেটিভ এসেছে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে রবিবার তাঁদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার এ কথা জানিয়েছে বিসিসিআই। ৭ জানুয়ারি টেস্ট শুরু হওয়ার কথা।
টিম ইন্ডিয়ার পাঁচ সদস্য রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ, নভদীর সাইনি ও পৃথ্বী শ করোনা বিধি ভেঙেছেন এই অভিযোগে তাঁদের আইসোলেশেন রাখা হয়েছে। তাঁরা নিয়ম ভেঙে একটি রেস্তরাঁর ভিতরে বসে খাওয়াদাওয়া করছিলেন। এনিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিসিআইয়ের সঙ্গে যৌথ তদন্ত করবে বলেও জানানো হয়েছিল। তবে ওই পাঁচজনকে প্র্যাকটিস করার এবং টিমের সঙ্গেই সিডনি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback