নতুন বছরের ব্যবসার ভাবনা

বড়ো শিল্পের গতবছরটি ছিল মিশ্রিত। কোল মাইনস বাণিজ্য আমাদের চিরকালীন কিন্তু আয়রন এন্ড স্টিল ২০২০তে সঙ্কটে পড়েছিল, ব্রিজ থেকে বাড়ি কিংবা বৃহৎ সিভিল কন্সট্রাকশনের কাজ হয়েছে ঢিমেতালে। এখনই পরিবর্তনের আশা করে না এই শিল্প। বস্ত্রশিল্পেও ধাক্কা এসেছে ফলে এ বছর তা ঘুরে দাঁড়াতে কতটা পারবে তা নিয়ে দ্বিধায় শিল্পপতিরা। একটা বিষয়ে পরিষ্কার শিল্পপতিদের একটা বড়ো অংশ এখন কৃষির দিকে যেতে চাইছে এবং এই আভাসেই ক্ষিপ্ত কৃষি আন্দোলনকারীরা কিন্তু তবুও বৃহত্তর স্বার্থে শিল্পপতিরা কৃষিতে ঝুঁকবেন। সরকার কতটা আর রেলের দায়িত্ব রাখবে তা নিয়ে আভাস পাওয়া গিয়েছে। পেট্রোলিয়াম শিল্পে ঘাটতি নেই কাজেই এই শিল্পও বেসরকারি হাতে যাবে বলে। ধারণা বিশেষজ্ঞ মহলে। কেমিকেল তথা মেডিসিন শিল্প যা কিনা পশ্চিম ভারতের সম্পদ তার অবস্থান খুবই ভালো হতে পারে একই সাথে আয়ুর্বেদ ওষুধের ডিমান্ড বাড়ছে।
শিল্পপতিদের একটা অংশ এখন কিন্তু ক্ষুদ্রশিল্পের দিকে ঝুঁকে। এখানে বিনিয়োগের ঝুঁকি কম। ২০২১ এর বাজার আগামী বাজেটের পর ব্যবসায়ীদের কাছে পরিষ্কার হবে। অর্থমন্ত্রী সরকারি খরচ বাড়ান নাকি তার দিকে নজর থাকবে দেশের শিল্পপতি থেকে ব্যবসায়ীদের। শুধুমাত্র ট্যাক্স ছাড় দিয়ে বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব নয় নিশ্চিত বণিকমহল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post