বেলুড় মঠের টিকিট সংরক্ষণ কেন্দ্র বন্ধ করছে না রেল

বেলুড়ের সারদা পীঠ থেকে সড়ছে না রেলের টিকিট সংরক্ষণ কেন্দ্রটি। রবিবার এই কথা জানালেন বেলুড়ের রামকৃষ্ণ সারদা পীঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দজি মহারাজ। উল্লেখ্য, বেলুড়মঠের সারদা পীঠের প্রায় ৪০ বছরের পুরানো একটি  টিকিট সংরক্ষণ কেন্দ্র রয়েছে। তার জন্য সারদা পীঠকে ভাড়া দিত রেল। তিনজন কর্মী কাজও করেন সেখানে। সম্প্রতি লোকসানের কারণে সেটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিল রেল কর্তৃপক্ষ। সারদা পীঠ কর্তৃপক্ষকেও এবিষয়ে জানানো হয়। রেলের তরফে জানানো হয়, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মঠের সঙ্গে কথা বলেই বিষয়টি ঠিক করা হবে। 

এরপরই এদিন বেলুড়ের রামকৃষ্ণ সারদা পীঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দ জী মহারাজ বলেন, 'রেলের তরফ থেকে রবিবার ফোন করে প্রস্তাব দেওয়া হয় ভাড়া মকুব করার। সেই প্রস্তাবে সাড়া দিয়ে ভাড়া মকুব করলেও বিদ্যুৎ বিলের টাকা দেওয়ার আবেদন করা হয়েছে।' রেল কর্তৃপক্ষ  সেই আবেদন মেনে নিয়েছেন বলেও এদিন জানান মহারাজ। প্রসঙ্গত, মঠের প্রবীণ সন্ন্যাসী ও স্থানীয় বয়স্ক নাগরিকরাও উপকৃত হতেন এই রেলের টিকিট সংরক্ষণ কেন্দ্রটি থেকে। রেলের তরফে  মঠের আবেদন মেনে নেওয়ায় আগামী দিনে এই টিকিট সংরক্ষণ কেন্দ্রটি আবার চালু হবে বলেই আশা স্থানীয়দের। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post