এখনও শহরে খুঁজলেই করোনা আক্রান্ত মানুষের দেখা মিলবে। নানা মুনির নানা মতের মতো কেউ জানাচ্ছেন, ভয়ঙ্কর দিন চলে গিয়েছে, আবার কেউ বলছেন প্রকোপ এখনও কমেনি। অনেকেই এখন জ্বর, কাশি, গন্ধ না পাওয়া ইত্যাদি নানা উপসর্গ ভুগছেন। কেউ আবার বলছেন এক দু দিন গন্ধ পাইনি ব্যাস আর কোনও সমস্যা তো হয়নি। কেউ বলছে, কিছুই বুঝলাম না কিন্তু করোনা হয়েছিল রিপোর্টে তাই জানিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের ভিন্ন মত, তারা জানাচ্ছেন, বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো মোটেই নয়।
চিকিসকরা জানাচ্ছেন, প্রত্যেক সংক্রমণের পার্শপ্রতিক্রিয়াও আছে। করোনা মুক্ত হওয়ার পর নিশ্চয়ই প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু বুজতে হবে তারও একটা সীমা আছে। তাঁদের উপদেশ, বেশ কয়েক মাস ভিটামিন'সি' খেতে হবে, অথবা লেবু বা কমলা লেবুতেও চলবে। ডিম খাওয়া দরকার তার সাথে ভিটামিন বা মিনারেল যুক্ত খাদ্য খেতে হবে নিয়মিত। সিগারেট বা মদ্যপান একেবারেই চলবে না বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মোটের উপর অন্তত একটি বছর সতর্কতা অবলম্বন করা দরকার।
Post a Comment
Thank You for your important feedback