টানা তিন ম্যাচে জয় মুম্বাইয়ের, তিন ম্যাচে হার ছেত্রীদের

চলতি আইএসএলে এটিকে-মোহনবাগান এবং মুম্বই সিটি এফসির মধ্যে শীর্ষ স্থান দখলের লড়াই চলছে। পরপর তিন ম্যাচ জিতে হাবাসের দলকে টপকে আইএসএল লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করল লোবেরার মুম্বই সিটি এফসি। মঙ্গলবার কর্লোস কুয়াদ্রাতের বেঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিল মুম্বই সিটি। আইএসএলে প্রথমবার টানা তিন ম্যাচ হেরে চাপে পড়ে গেল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। মুম্বইয়ের হয়ে গোল করেছেন মোর্তাদা, বিপিন সিং ও বার্থোলেমিউ ওগবেচে। অপরদিকে মুম্বইয়ের হয়ে একটিমাত্র গোলটি পেনাল্টি থেকে করেছেন সুনীল ছেত্রী। যদিও এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে। 

এদিনের ম্যাচের প্রথমার্ধেই দু গোলে এগিয়ে ছিল মুম্বই সিটি। ম্যাচের ৯ মিনিটে উচ্চতাকে কাজে লাগিয়ে মুম্বইকে এগিয়ে দেন মোর্তাদা। বিপিন সিংয়ের কর্নার থেকে হার্নান সান্তানার হেডের বল মোর্তাদার পায়ে লেগে বল জড়ায় জালে। গোলের এক মিনিটের ব্যবধানেই দ্বিতীয়বার গোলের সুযোগ নষ্ট করেন অ্যাডাম লে ফন্দ্রে। ১৫ মিনিটে মাঝ মাঠ থেকে মন্দার রাও দেসাইয়ের বাড়ানো বল জালে জড়িয়ে দেন বিপিন সিং। দ্বিতীয়ার্ধের প্রথমেই বেঙ্গালুরু গোলের আলায় আক্রমণে ঝাঁঝ বাড়ালেও, গোলের মুখ দেখতে পায়নি। প্রতিবারই প্রতিহত হয় মুম্বইয়ের ডিফেন্ডারদের কাছে। ৭৯ মিনিটে পেনাল্টি পায় বেঙ্গালুরু। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান সুনীল ছেত্রী। ৮৪ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে দুরন্ত হেডে গোল করেন ওগবেচে। তখনই জয় নিশ্চিত হয় লোবেরার মুম্বইয়ের। ৯ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে মুম্বই।  সম সংখ্যক ম্যাচ খেলে এটিকে মোহনবাগান ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বেঙ্গালুরু রয়েছে পাঁচে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post