আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার সকাল ১১টায় তাঁদের বৈঠক হবে। দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে দেখা করেছিলেন ধনকড়ের সঙ্গে। এক ঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়।
শনিবারের বৈঠক কী নিয়ে সে সম্পর্কে কিছু জানায়নি রাজভবন। মনে করা হচ্ছে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের কথা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য উপযুক্ত কেন্দ্রীয় সাহায্য নিয়েও আলোচনা হতে পারে। শুক্রবার সন্ধ্যায় তিনি দিল্লি গিয়েছেন। গত ৩০ অক্টোবরও তাঁদের মধ্যে কথা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback