অস্ট্রেলিয়া সফরে প্রতিদিনই একের পর এক খেলোয়াড়কে হরিয়ে ধাক্কা খেতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে ভারতীয় শিবির। সিডনি টেস্টের শেষ দিনেই নিশ্চিত হয়ে যায় সিরিজ থেকে বাদ পড়ছেন হনুমা বিহারী ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় টেস্টের রেশ কাটার আগেই ভারতীয় শিবিরে ফের ধাক্কা। চোটের কারণে অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বাদ পড়লেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। চোট রয়েছে ঋষভ পন্থেরও। চিন্তার ভাঁজ পড়েছে ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানের কপালে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সিডনি টেস্টে তৃতীয় দিনে বুমরার পেটে টান ধরেছিল। সে দিনই ফিল্ডিংয়ের সময় ফিজিয়ো নীতিন প্যাটেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। বুমরাহার স্ক্যান করা হয়েছিল। রিপোর্টে দেখা যায় টান ধরা পড়েছে। যদিও জানা গিয়েছে ৫০ শতাংশ সুস্থ থাকলে বিসব্রেন টেস্টে খেলানো হতে পারে বুমরাকে। ইতিমধ্যেই চোটের কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন মহম্মদ শামি ও উমেশ যাদব, তাঁদের বদলে দলে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনি। বুমরাহর অনুপস্তিতিতে টি নটরাজন কিংবা শার্দুল ঠাকুর দলে জায়গায় খেলবেন বলে আশা করা যাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback