সমবায় সমিতির বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তুলে সরব হলেন গ্রাহকরা। মঙ্গলবার টাকা ফেরতের দাবিতে সমবায় ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন দেন তাঁরা। এদিন ঘটনাস্থলে যান হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রতারিত গ্রাহকদের পাশে দাঁড়িয়ে টাকা ফেরতের আশ্বাসও দেন তিনি। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
জানা যায়, হাবরা হাটথুবা সমবায় সমিতিতে টাকা রেখেছিলেন প্রায় ৫ হাজার ২০০ জন। এই সমবায় সমিতির বিরুদ্ধেই টাকা তছরুপের অভিযোগ তোলা হয়েছে। উল্লেখ্য, এই সমবায় সমিতির দুর্নীতি নিয়ে এর আগে পথে নেমেছিল বিজেপি এবং বামফ্রন্ট দুই দলই। তাঁদের দাবি ছিল, এই দুর্নীতির সঙ্গে শাসকদলের যোগ রয়েছে। তবে সেই অভিযোগকে অস্বীকার করে খাদ্যমন্ত্রী জানান, এই ঘটনায় কোনওভাবেই তৃণমূল দায়ী নয়।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সমবায় সমিতির নামে ও বেনামে বহু সম্পত্তি রয়েছে। প্রায় ৯ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। সব সম্পত্তি সমবায় সমিতির নাম করে বিক্রির ব্যবস্থা করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা অত্যন্ত গরিব, এই মুহূর্তে অল্প অল্প করে শুধু তাঁদের হাতেই টাকা তুলে দেওয়া হবে। ৫ দিন করে গ্রাহকদের এই টাকা দেওয়া হবে। যাঁদের ১ বছর বা তার বেশি সময়ের জন্য টাকা জমা ছিল তাঁদের পরে দেওয়া হবে। আগে টাকা ফেরত হবে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিধায়ক হিসেবে প্রতারিত গ্ৰাহকদের পাশে আছেন। এদিন টাকা ফেরত দেওয়ার আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের এই সমবায় সমিতির বদলে অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলারও আবেদন করেন তিনি। এমনকী ব্যাঙ্কে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য ক্যাম্পও করবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
Post a Comment
Thank You for your important feedback