নতুন বছরের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্মে নিজের যাত্রা শুরু করলেন কাজল। সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল অভিনীত 'ত্রিভঙ্গ'-এর টিজার। তবে বড়পর্দায় নয় আগামী ১৫ জানুয়ারি শুধুমাত্র নেটফ্লিক্স-এই মুক্তি পাবে রেণুকা সাহানির পরিচালিত এই সিনেমা। টুইটে 'ত্রিভঙ্গ'-এর টিজারটি শেয়ার করে কাজল লেখেন, ত্রিভঙ্গ, অর্থাৎ তেড়ি মেরি ক্রেজি। তবে সেক্সি।
Tribhanga, matlab, tedhi, medhi, crazy, but sexy. #Tribhanga, premieres 15 January, only on Netflix. @ajaydevgn @ADFFilms @Banijayasia @deepak30000 @NegiR @AlchemyFilms @sidpmalhotra @ParagDesai @mipalkar @renukash @Meena_Iyer @KumarMangat @netflix pic.twitter.com/cfPYloOsI1
— Kajol (@itsKajolD) January 1, 2021
২০ সেকেণ্ডের এই
টিজারে একজন ওডিশি নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাচ্ছে কাজলকে। সিনেমাটির
অন্যতম প্রযোজক হিসেবে রয়েছেন অজয় দেবগন। ত্রিভঙ্গে কাজল ছাড়াও
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিথিলা পালকর, তানভি আজমি। তিন ভিন্ন
বয়সের নারীর কাহিনি, সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে এই সিনেমার মূল গল্পে।
এই ত্রিমূর্তির অভিনয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না, স্বাভাবিকভাবেই
ত্রিভঙ্গ-এর জন্য অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।
Post a Comment
Thank You for your important feedback