একই ছবিতে তিন প্রজন্ম বা তিন পুরুষ অভিনয় করছেন এবং বিখ্যাত হয়েছে সে ছবি বোধহয় একটি বাদে দুটি পাওয়া যাবে না এবং তাও কাপুর পরিবারের ছবি। আমরা জানি পাকিস্তান থেকে এ দেশে আসেন পৃথ্বীরাজ কাপুর এবং তিনি কলকাতায় বসবাস শুরু করেন। এখানেই যাঁর সাথে কমিউনিস্ট পার্টির যোগাযোগ, শেষে যোগ দেন ভারতীয় গণনাট্য সংঘে সেখান থেকে বোম্বে আবেগে যোগ সিনেমায়। রাজ কাপুরও কলকাতায় অনেকটা বড় হন এবং বাংলা খুব ভালো জানতেন, তিনিও গণনাট্যতে যোগ দিয়েছিলেন। পরে অবশ্য ইতিহাস। কাপুররাই দাপটে বলিউডে সাম্রাজ্য গড়ে তোলেন।
রাজের বড় পুত্র রণধীর সিনেমায় আসতে চান, এর আগে তিনি বহু পরিচালকের সহকারী হিসাবে কাজ করেছিলেন। রাজ বলেন যে, তাঁর কোনও আপত্তি নেই কিন্তু আর কে ফিল্মের ব্যানারে ছবি হবে এবং রণধীরকেই পরিচালনা করতে হবে। রাজ আরও বলেন, তাঁদের বাবা পৃথিরাজকেও ছবিতে নিতে হবে। রণধীর রাজি হয়ে তিন পুরুষের কাহিনী নিয়ে ছবি তৈরি করলেন " কাল আজ আউর কাল"। ছবিতে নায়িকার চরিত্রে ছিলেন তৎকালীন হিট ছবির নায়িকা ববিতা, যাঁকে পরে বিয়ে করেন রণধীর। এই ছিল তিন পুরুষের সিনেমা .... আজ থেকে ঠিক ৫০ বছর আগে।
Post a Comment
Thank You for your important feedback